এদিন সন্ধ্যায় বাগানে জলাশয় মধ্যে পড়ে যায় লেপার্ড।

এদিন জলাশয় মধ্যে লেপার্ডকে ছটফট করতে দেখে এলাকার বাসিন্দারা পরবর্তীতে তারা লাঠি দিয়ে, দড়ি দিয়ে লেপার্ডকে জলাশয় থেকে উদ্ধার করার চেষ্টা চালায় খবর দেওয়া হয় বনদফতরে ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছে লেপার্ডটিকে জলাশয় থেকে উদ্ধার করতে সক্ষম হয়।