আলিপুরদুয়ারে নির্মিত হতে চলেছে সুইমিং পুল কিন্ত সেই সুইমিং পুল নির্মাণের কৃতিত্ব নেওয়ার জন্য চলছে দড়ি টানাটানি খেলা। || চা বাগানের জলাশয়ের মধ্যে পড়ে গেল লেপার্ড আর সেই লেপার্ডকে উদ্ধার করতে তুলকালাম কাণ্ড ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগানে। || অভাবকে সাথে নিয়েই সংগীত সাধনায় বীরভূমের আশা লতা মালাকার। || প্রেম মানে না বয়স প্রেম মানে না জাতপাত। || আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা || মৌন মিছিল ও মোমবাতি জ্বালিয়ে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় রামমোহন রায় ফ্যানস ক্লাব || আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার আরো এক বাংলাদেশী! || অসমে গাঁজা পাচার করতে ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার কুখ্যাত নেশা পাচারকারী বিশাল নট্ট দাস! || জম্মু-কাশ্মীরের পহেলগাম ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য না করার জন্য সকলের কাছে অনুরোধ জানালেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা রতন ভৌমিক! || বৃষ্টির পর জলমগ্ন আগরতলা শহর! ||

আবারও রাজনগর থানার পুলিশের সাফল্য, চুরি যাওয়া বাইক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ১।

আবারও রাজনগর থানার পুলিশের বিশেষ সাফল্য৷ চুরি যাওয়া বাইক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ বাইক চুরির ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শ্রীমন্ত মাল, বাড়ি রাজনগর থানার শঙ্করপুর গ্রামে৷ ধৃতকে আজ রবিবার সিউড়ি আদালতে ফরওয়ার্ড করা হয়৷ চুরির খবর পাওয়া মাত্রই বিশেষ তৎপরতা দেখায় পুলিশ৷ রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নেতৃত্বে ও নির্দেশে থানার এ এস আই মহম্মদ গিয়াসউদ্দিন, ভিলেজপুলিশ দেবাশীষ ওঝা দেবু বিশেষ দক্ষতা দেখান৷

বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়৷ অবশেষে তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ও চুরি যাওয়া বাইকটি উদ্ধা করে৷ জানা গিয়েছে, রাজনগর থানার খুরিগড়ের বাসিন্দা পরিতোষ সাহা পেশায় ব্যবসায়ী৷ আলিগড়ে তাঁর জুতোর দোকান রয়েছে৷ তিনি রাজনগর বড়বাজারে বাইক নিয়ে ব্যবসার মাল কিনতে এসেছিলেন৷ সেখান থেকে তাঁর বাইকটি চুরি হয়ে যায়৷ বিষয়টি তিনি থানায় জানান৷ দ্রুত পুলিশ তদন্ত শুরু করে৷ পুলিশের এই সাফল্যের জন্য রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা ম্যাডামকে, আই ও মহম্মদ গিয়াসউদ্দিনকে এবং ভিলেজ পুলিশ দেবাশীষ ওঝাকে অনেকে ধন্যবাদ জানান৷

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top