রাতের অন্ধকারে একসাথে বিজেপি নেত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা। তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে বিজেপি নেত্রী, গাড়িতে আবার মদের গ্লাস!ভাইরাল হয়েছে এরকমই একটি ভিডিও। যদিও নেতা, নেত্রী নাকি রাতের অন্ধকারে জঙ্গলের ধারে বিডিও অফিসের জায়গা দেখতে গেছেন বলে দাবি।
দেখুন সেই ভাইরাল ভিডিও, তবে
ভিডিওটির সত্যতা যাচাই করে নি এক্স টিভি বাংলা।

ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছেন । অপরদিকে সেই গাড়ির পিছনের সিটে বসে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। এমনকি গাড়ির ভিতরে রয়েছে মদের গ্লাস। ভিডিওটিতে শোনা যাচ্ছে কয়েকজন লোক জিজ্ঞাসা করছেন এত রাতে জঙ্গলের এই রাস্তায় আপনারা এখানে কি করছেন? এটা কি বসার জায়গা? এসময় সড়ে যান তৃণমূল কংগ্রেস নেতা। আর গাড়ির দরজা খুলে একই প্রশ্ন করতেই বিজেপি নেত্রী বলছেন, “কি হয়েছে, একসাথে বসতেই পারি আমরা, ফোন করুন কাকে ফোন করবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছেন।”
ভিডিওতে আরো দেখা যায় মদের গ্লাসটি সড়িয়ে রাখছেন জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী।