বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

পোড়ানো হলো নয়টি বেওয়ারিশ লা*শ, স্বস্তি পেল হাসপাতাল কর্তৃপক্ষ।

অবশেষে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের নয় টি বেওয়ারিশ লা*শ পুড়িয়ে ফেলার ব্যাবস্থা হল।রবিবার শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি মহিলা সৎকার বাহিনী মুক্তধারার উদ্যেগে পচে যাওয়া মৃ*তদে*হ গুলি কালিবাড়ি স্মশানে সৎকার করা হল।ওই বাহিনীর দশজন সদস্য এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এসে যাবতীয় কাগজপত্র বুঝে নিয়ে মৃ*তদে*হগুলি সৎকার করেছে।অবশেষে হাসপাতাল কতৃপক্ষ স্বস্তি পেল। শিলিগুড়ির ওই স্বেচ্ছাসেবী সংগঠন সুপার কে ফোন করে মৃ*তদে*হ সৎকার করার কথা জানায়।

সেইমত রবিবার পুন্য মর্যাদায় দে*হ গুলি সৎকার হল।এই ঘটনায় খুশি আলিপুরদুয়ার বাসী।ওই সংস্থার এক কর্মকর্তা জানান,আমরা উদ্যেগ নিয়ে এসেছি।কাঠ ও অন্যান্য খরচ হাসপাতাল কতৃপক্ষ দিয়েছে।আমরা নিয়ম মাফিক এ ধরনের কাজ করে থাকি।আজ ও নিয়ম মেনে দে*হগুলি সৎকার করা হয়েছে।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top