নলহাটি থানার অন্তর্গত বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন অম্বিকা হোটেল থেকে বুধবার সকালে এক যুবকের ঝু*লন্ত দে*হ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃ*ত যুবকের নাম কিষান মাল, বয়স আনুমানিক ২৫ বছর। তিনি নলহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, কিষান মাল দীর্ঘদিন ধরে ওই অম্বিকা হোটেলে ম্যানেজারের কাজ করতেন। সম্প্রতি তিনি পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে অনুমান। তার সহকর্মীরা জানান, গত কয়েকদিন ধরে কিষান বেশ চুপচাপ ও অস্থির মনে হচ্ছিল তাকে I

সোমবার সকালে হোটেলের কর্মচারীরা ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। সেখানেই সিলিং ফ্যানে ঝু*লন্ত অবস্থায় দেখা যায় কিষান মালকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নলহাটি থানায়।
পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে I প্রাথমিকভাবে এটি আ*ত্মহ*ত্যা বলে মনে করা হলেও, পুলিশ কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃ*ত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কেন এই তরতাজা যুবক এমন পথ বেছে নিলেন, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।