শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে মার্কেটে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল শিলিগুড়ি পৌরনিগামের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ ও তৃণমূল নেতা দিলীপ বর্মন ও তার কিছু সংগীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে দিলীপ বর্মন ও তার কিছু সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শ্রবণ সাহা।
সোমবার দিলীপ বর্মনের গ্রেপ্তারী দাবি তুলে প্রধান নগর থানায় বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নিউ জলপাইগুড়ি এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে আইএনটিটিইসির সমর্থকেরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়।
জানা যায় মার্কেটের গদির একই শ্রমিক নিয়োগ নিয়ে বিবাদ শুরু হয়। অভিযোগ মার্কেটে নিয়ম রয়েছে কোন শ্রমিক গদি ছেড়ে দিলে ওই শ্রমিক অন্য শ্রমিককে নিয়োগ করে যায়।

কিন্তু শ্রবণ বাবুর অভিযোগ দিলীপ বর্মনের মনোনীত করা শ্রমিক যিনি বিহারের বাসিন্দা তাকেই গদিতে কাজ দিতে হবে। কাজ দিতে রাজি না হওয়ায় শনিবার তার গদিতে দিলীপ বর্মন ও তার দলবল হামলা চালায় বলে এই অভিযোগ আনেন। রবিবার ফের হুমকি দেওয়া হয় এমনকি প্রধাননগর থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দিলীপের সহযোগীরা। দিলীপ বর্মনের পাল্টা দাবি যার কাজটি পাবার কথা সেই শ্রমিককে কাজ না দিয়ে বাইরের শ্রমিককে কাজ দিচ্ছে গদির মালিক, যার বিরোধিতায় সরব হন তিনি। তবে দিলীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় পর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে মার্কেট চত্বরে।
তবে এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, তিনি এখনো সম্পূর্ণভাবে এই বিষয় নিয়ে অবগত নন। তিনি কথা বলে দেখবেন এবং কি হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখবেন।