ঘটনাটি ঘটেছে এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার পোরো এলাকায় ৩১নং জাতীয় সড়কে। এদিন সন্ধ্যায় দুই জন যুবক ও এক যুবতী বাইকে করে নিমতি হয়ে বাড়ি ফিরছিল। একটি গাড়ি তাদের মোটর বাইকের পিছনে সজোরে ধাক্কা দিয়ে চলে যায় এই ঘটনায়।

বাইকে থাকা তিনজন সড়কে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে নিমতি আউটপোষ্টের পুলিশ পৌছে তিনজনকে লতাবাড়ি হাসপাতালে আনে। তিনজনের মধ্যে একজন যুবক ও যুবতী মৃত্যু হয়। অপর যুবকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তার চিকিৎসা চলছে।