মোহিতনগর নয়াপাড়া এলাকায় মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ অবরোধে তামিল পরিবারের লোকজনসহ বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী।
জলপাইগুড়ি মোহিতনগর নয়াপাড়া জুনিয়র হাইস্কুলের সামনে লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক শিশুর। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ পথ অবরোধে শামিল পরিবারের লোকজন সহ বাসিন্দারা। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিমঘরে আলু প্রবেশের জন্য একদিকে সারি সারি লাইনে দাঁড়িয়ে আলুর গাড়ি। ঠিক তখনই জলপাইগুড়ি মোহিতনগর নয়াপাড়া জুনিয়র হাইস্কুলের সামনে লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক শিশুর। মৃতদেহ রাস্তায় আটকে রেখে বিক্ষোভ পথ অবরোধে শামিল পরিবারের লোকজন ও বাসিন্দারা। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু আর প্রায় চার বছরের কিশোরের। আলুর গাড়ির লাইন যানজটের কারণেই এই মৃত্যু বলে দাবির স্থানীয়দের।
ঘন্টাখানেক পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।