এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুপগুড়ি ব্লকের আলতাগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ এদিন বাড়ি ফাকা থাকা সুযোগে ঘরের ভেতর ঢুকে আলমারি খুলে সোনাদানা নিয়ে চম্পট দিতে চেয়েছিল সহদেব রায় নামে ওই ব্যক্তি।সেই সময়েই বাড়ির গৃহবধূ রঞ্জনা রায় সেই ব্যক্তিকে ঘরে দেখলে সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদ করলে ওই বাড়ি থেকে পালাতে থাকে সেই ব্যক্তি । নিমেষের মধ্যেই চিৎকার চেঁচামেচিতে এলাকায় শোরগোল যায়।

এদিকে এলাকাবাসীরা সেই ব্যক্তির পিছু ধাওয়া করলে দিনকেটু এলাকায় ওই চোরকে আটক করে গণধোলাই শুরু হয় বলেই অভিযোগ । এরপর সেখান থেকে এলাকাবাসিরা ফের সেই চোরকে টোটো সমেত নিয়ে যায় ঘটনাস্থলে। এরপর খবর দেওয়া হয় ডাউকিমারীর পুলিশ ফাঁড়িতে। এদিকে চোরকে গাছে বেঁধে ধোলাই দিতে থাকে স্থানীয়রা, একাধিক জায়গায় রক্তক্ষরণ হয় সেই ব্যক্তির। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার জেরে এদিন ওই এলাকায় প্রচুর মানুষ জমায়েত করে সেই চোরকে দেখতে। এদিকে সহদেব রায় নামে ঐ ব্যক্তি এর আগেও একাধিক জায়গায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল বলেও অভিযোগ করেন অনেকে।