আবারো মালবাজার বি এল এল আর অফিসে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো। কিছুদিন আগে এই অফিসে দুর্নীতির অভিযোগে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এবার কোন বিরোধীদের নয় খোদ তৃণমূল নেতার অভিযোগ, এদিন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মেহবুব আলম মালবাজারের বি এল আর ওর বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন।তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত জানা গিয়েছে ক্রান্তি ব্লকের ঝাড় মাটিয়ালি এলাকার পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া তিন ভাইয়ের জমি সম বন্টন না করে কার্যত ময়নাগুড়ি এলাকার বহু দলিল দেখিয়ে এক ভাইয়ের নামে সমস্ত জমি পাইয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন বারবার মালের বি এল আর ও দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। আজ মেহবুব আলম ও সেই জমির সমস্যা নিয়ে মালের বি এল আর দপ্তরে আসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পরবর্তীতে বি এল আর দপ্তরে এসে পৌঁছান মালবাজার থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়। মালের বিএল এল আর ও প্রীতি লামা যদিও এই বিষয়টি খতিয়ে দেখবেন বলেই জানিয়েছেন।