সিউড়ির লাল পট্টি পাড়ার বাসিন্দা বৈশাখী খাঁক তার জন্মদিন পালন করলেন আশা শক্তি সদন অনাথ আশ্রমে। জন্মদিনের তার এই বিশেষ দিনটি আশা শক্তি সদনের দুস্থ অনাথ বাচ্চাদের নিয়ে কেক কেটে পালন করলেন। হোমের মধ্যে থাকা সমস্ত বাচ্চাদের নিয়ে আনন্দের সঙ্গে কেক কেটে এই দিনটিকে উদযাপন করেন। তারপর হোমের বাচ্চাদের দুপুরের খাবার ব্যবস্থা করেন।

বৈশাখী খাঁক জানান এইভাবে জন্মদিন উদযাপন করা তার অনেক দিনের ইচ্ছে। আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। তিনি জানান আমার জন্মদিনে এমন ভাবে পালন করব যাতে সেটি স্মৃতি হয়ে থেকে যায়। আর আজ অর্থাৎ শুক্রবার আশা শক্তি সদনের দুস্ত অনাথ বাচ্চাদের নিয়ে জন্মদিনটি উদযাপন করে আমি সত্যিই খুব আনন্দিত।