নেশায় ছেয়ে গেছে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। প্রায় প্রতিদিন ট্রেনে করে অসম, পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই সহ আরো বিভিন্ন রাজ্যে নেশা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ছে একাংশ নেশা পাচারকারীরা। এবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার হল একটি পরিত্যক্ত ব্যাগ। উদয়পুর রেলওয়ে স্টেশনের জিআরপিএফ কর্মীদের সন্দেহ হওয়ায় তারা ব্যাগটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গিয়ে পরবর্তী সময়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ উদয়পুর রেলওয়ে স্টেশনে ছুটে গিয়ে সাংবাদিকদের জানান,

একটি কালো রঙের ব্যাগ উদয়পুর রেলওয়ে স্টেশনে পড়ে থাকতে দেখে রেল পুলিশের সন্দেহ হওয়ায় তারা ব্যাগটিকে জব্দ করে তাদের হেফাজতে রেখে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ব্যাগটি খুলে দেখতে পায় তিনটি গাঁজা বোঝাই প্যাকেট ব্যাগটিতে রয়েছে। যার আনুমানিক ৫ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এই গাঁজা পাচারে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্ত গাঁজা পাচারকারীদের গ্রেফতার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে।