ট্রেনে করে গাজা পাচারের আগেই জিআরপির হানায় গ্রেফতার এক পাচারকারী। ধৃতের নাম ঋত্বিক রায়, ধৃতের বাড়ি বর্ধমান জেলার পূর্বস্থলীতে।

জানা গিয়েছে কাঞ্চনকন্যা ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি। তবে ট্রেনটি নকশালবাড়ি স্টেশনে পৌঁছালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেই স্টেশনে হানাদেয় শিলিগুড়ি টাউন জিআরপির আধিকারিকেরা। এরপর সেই ট্রেনটিতে তল্লাশি চালালেই উদ্ধার হয় ৬ কিলো ৩২ গ্রাম গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় ওই বিপুল পরিমাণ গাঁজা সে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।