তিপ্রামথা দলের ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (TSF) ২১ শে মার্চ ২০২৫ ইং থেকে সমস্ত ক্ষেত্রে ত্রিপুরার জনজাতি ছাত্র – ছাত্রীদের ককবরক ভাষায় রোমান লিপি গ্রহণের দাবিতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেয়। আর এরই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা মোতাবেক শুক্রবার সকাল থেকে খোয়াই জেলা চম্পকনগর সাধুপাড়া ব্রীজ সংলগ্ন অসম-আগরতলা জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা (টি.এস.এফ)।

রাজ্যব্যাপী যে দাবীগুলো নিয়ে তারা আজ ধর্মঘটে শামিল হয়েছে সেগুলো হলো মূলত,
সকল শিক্ষা প্রতিষ্ঠানে ককবর ভাষার জন্য রোমান লিপি অবিলম্বে বাস্তবায়ন করা। সরকারি নথিতে ককবর ভাষায় অফিসিয়াল লেখার ব্যাবস্থা হিসাবে রোমান লিপির স্বীকৃতি প্রদান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার (CBSE এবং অন্যান্য) এর জন্য ককবরক পেপারের পুনঃনির্ধারণ করা ইত্যাদি ।
এদিনের এই আন্দোলন কর্মসূচিতে ছাত্র সংগঠনের উৎসাহ প্রদানে উপস্থিত রয়েছেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের স্বশাসিত জেলা পরিষদের তিপ্রামথা দলের এম.ডি.সি গনেশ দেববর্মা, এম.ডি.সি কমল কলই, টি.এস.এফ-এর একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব’রা।