এই নিয়ে তাদের পঞ্চম বর্ষে পদার্পণ করলো অনুষ্ঠান টি। নাচ গান কবিতা ও কুইজ প্রতিযোগিতা র মধ্য দিয়ে উৎসাহের সাথে পালন হলো এই উৎসব।

প্রায় একশো কুড়ি জন কলাকুশলী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নৃত্য প্রশিক্ষক প্রীতম দাস জানান, সমাজের বুকে সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমরা প্রায় বিভিন্ন রকম এর অনুষ্ঠান করে থাকি, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সমাজের কাছে বার্তা দিতে চেয়েছি সম্প্রীতি রক্ষার।