ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সকাল থেকে সিপাহীজলা জেলা জম্পুইজলা সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুলে তালা ঝুলিয়ে মহকুমা শাসক অফিসের সামনে জম্পুইজলা-জিরানিয়া সড়ক অবরোধ করলো তিপ্রামথা দলের ছাত্র সংগঠন তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। TISF-র জেনারেল সেক্রেটারি হামুলো দেববর্মার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়।

জানা যায়, TISF দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে। আজ তাদের এই অবরোধের ফলে বন্ধ হয়ে পড়লো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক বিষয়ক পরীক্ষা। TISF-র এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন শাসক দল বিজেপির শরিক দল IPFTও। বৃহস্পতিবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মনের উপস্থিতিতে এক রুদ্ধদ্বার বৈঠক ও হয়েছিল। কিন্তু, সেই বৈঠকে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের যে দাবি তার কোন সমাধান হয়নি। যার পরিপ্রেক্ষিতে TISF আজ ত্রিপুরার ৮ টি জেলাতেই তাদের এই সড়ক অবরোধ কর্মসূচি সংঘটিত করছে শুক্রবার সকাল থেকেই। তাদের এই সড়ক অবরোধের ফলে রাস্তার উভয়দিকে আটকে পড়ে প্রচুর পরিমাণে ছোট-বড় গাড়ি সহ বিভিন্ন অফিস আদালতে যাওয়া কর্মচারী সহ পথচারীরা।