ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে ত্রিপুরা সিধাই থানাধীন হেজামারা খোয়াই চৌমুহনি, গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনি এবং রইস্যাবাড়ি এলাকায় রাস্তার মধ্যে টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন তিপ্রামথা দলের ছাত্র সংগঠন TISF এবং IPFT ছাত্র সংগঠনের!ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেওয়ার দাবিতে শুক্রবার সকাল থেকে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন TISF এবং আইপিএফটি দলের ছাত্র সংগঠনগুলো ধলাই জেলা গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনি, রইস্যাবাড়ি, পশ্চিম ত্রিপুরা জেলা সিধাই থানাধীন হেজামারা, এবং খোয়াই চৌমুহনি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে শামিল হয়।

ত্রিপুরা সরকারের নিকট তাদের দাবিগুলো হলো- ত্রিপুরা উপজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য রোমান লিপি বাস্তবায়ন করতে হবে। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা লিপিতে প্রশ্ন থাকার কারণে উপজাতি ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় কিছু লিখতে পারেনি বলে তাদের অভিযোগ। আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের ককবরক বিষয়ক পরীক্ষা ছিল। আন্দোলনের কারণে তা পিছিয়ে গিয়েছে। তাদের এই পরীক্ষার সময়সূচি পুননির্ধারণ করা হয়েছে।