পরিবারটিকে নিজের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্য করার পাশাপাশি সরকারি সবরকমের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। গত মঙ্গলবার পাঞ্জাবের কারান্দি এলাকায় ফ্লাইওভারের উপরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা সরকার পাড়ার বাসিন্দা রমজান আলির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়।

অর্থাভাবে পরিবারের লোকেরা দেহটি নিয়ে আসতে পারেননি। খবর পেয়ে শুক্রবার তুলসীহাটা সরকার পাড়ায় শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান মার্জিনা। মার্জিনা বলেন, খবর পেয়ে পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটি আসি। অভাবী পরিবার। রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক পোর্টালে তার নাম আছে কি না তা দেখার জন্য হরিশ্চন্দ্রপু্র ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডলকে জানালাম। এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব।