আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ও ভাটিবাড়ি এলাকা থেকে দেবেনবাবু চৌপতি হয়ে রসিকবিল পর্যটন কেন্দ্রে যাবার পথে বৃহস্পতিবার দিন মৌমাছির আক্রমণের শিকার হল কোলকাতা থেকে আগত কয়েকজন পর্যটক ও বেশ কিছু স্থানীয় বাসিন্দা। এদিন কোলকাতা থেকে আগত পর্যটক বিশ্বজিৎ দাস ভাটিবাড়ি তার আত্মীয়র বাড়ি থেকে, পরিবার নিয়ে টোটো চেপে কামাখ্যাগুড়ির দেবেন বাবু চৌপতি হয়ে রসিকবিল প্রকৃতবিক্ষন কেন্দ্রে যাচ্ছিলেন।

দেবেন বাবু চৌপতি পার করে কিছুদূর যেতেই আচমকা এক ঝাঁক মৌমাছি তাঁদের আক্রমণ করে। সবাইকে হুলে বিদ্ধ করে। বাদ যায়নি তাঁদের খুঁদে সন্তানটিও। তাকে মৌমাছির হাত থেকে বাঁচাতে তারা টোটো থেকে নেমে রাস্তার পাশে এক বাড়িতে ঢুকে একটি চাদর চেয়ে বাচ্চটিকে মৌমাছির হাত থেকে বাঁচায়। এরপর সেখান থেকে তারা সকলেই কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছান চিকিৎসা নিতে। প্রাথমিক চিকিৎসার পর তারা বেড়াতে না গিয়ে ফিরে যান। অপরদিকে মৌমাছির আক্রমণে আহত হয়ে এই মুহূর্তে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নিয়ে পর্যবেক্ষনে আছেন স্থানীয় বাসিন্দা সুনীল দাস।জানা গেছে ওই পথে একটি গাছে বড় মৌমাছির চাক আছে। কয়েকটি পাখি মধু খাবার লোভে সেই চাকে ঠোঁট দিয়ে খোঁচা দিলে মৌমাছির দোল ঝাঁকে ঝাঁকে উড়ে আশেপাশের সবাইকে আক্রমণে করে বসে।