ফের ময়নাগুড়িতে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা। বাড়ি থেকে উদ্ধার করা হয় এই সাপটিকে। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের নিউ লাইন এলাকার কর্ণ ছেত্রীর বাড়িতে সাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত রামশাই বন দফতরকে খবর দেন তারা। বন দফতরের তরফে খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের।

তারা সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। জানা যায়, এই সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। সাপটিকে নিরাপদে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায়।