পুজোর প্রাক্কালে পাঁচ-পাঁচটি বিগ বাজেটের পুজো কমিটির মাথায় কার্যত বাজ ভেঙে পড়ল। ঘটনায় মালদা শহরের ঐ পাঁচ টি পুজো কমিটি পুলিশ প্রসাশনের দারস্ত হয়েছেন। জানাগিয়েছে লক্ষ লক্ষ টাকা অগ্রিম বায়না নিয়ে মন্ডপ গড়ার কাজ মাঝপথে ছেড়ে দিয়ে চম্পট দিলেন কোলকাতার এক মন্ডপশিল্পী। মন্ডপশিল্পীর নাম সুদীপ্ত পাল। তার বাড়ি কোলকাতার যাদবপুরে। একজন নামি শিল্পী হিসেবে তার যথেষ্টই নামডাক থাকার কারণে এবছর মালদার একাধিক পুজো মন্ডপ গড়ার বরাত পান তিনি। মালদা শহরের বালুচর কল্যাণ সমিতি, মালদা দিলীপ স্মৃতি সংঘ, বিএস রোড বেলতলা ক্লাব, কুতুবপুর হিমালয় সংঘ এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ-এই পাঁচটি পুজো মন্ডপ গড়ার বরাত নিয়ে তিনি যথারীতি কাজ শুরু করেন। প্রত্যেকটি পুজো মন্ডপ বিভিন্ন থিমের প্যান্ডেল হওয়ার কথা ছিল। যারমধ্যে বিগ বাজেট থেকে শুরু করে মাঝারি বাজেটের মন্ডপ রয়েছে।

সেই অনুযায়ী তিনি কাজ শুরু করার পরপরই পাঁচটি পুজো কমিটির কাছ থেকেই লক্ষ লক্ষ টাকা অগ্রিম নেন। কোন কমিটির কাছে পাঁচ লক্ষ টাকা, কারও কাছে তিন লক্ষ আবার কাছে দুই থেকে দেড় লক্ষ টাকা অগ্রিম নিয়ে কাজ শুরু করেন। পাঁচটি মন্ডপেই কিছু কিছু কাজ করেন এবং যথাসময়ে কাজ শেষ করার ব্যাপারে পুজো উদ্যোক্তাদের আশ্বস্ত করেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই কোলকাতার মন্ডপশিল্পী সুদীপ্ত পাল মালদা থেকে চুপিসারে চলেযান বলে অভিযোগ।যা জানতে পেরেই পুজো উদ্যোক্তাদের মাথায় হাত পড়েছে। বাকি কাজ কীভাবে সম্পন্ন করবেন তা ভেবেই পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ঘটনায় পাঁচটি পুজো কমিটির পক্ষ থেকেই মন্ডপশিল্পী সুদীপ্ত পালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। এবং এই মর্মে তারা পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেন।