পুরাতন মালদার নবাবগঞ্জ জোড়া কালিস্থান এলাকায় রহস্য জনক ঘটনা। স্থানীয়দের দাবি, গভীর রাতে ফাঁকা রাস্তায় হঠাৎ দেখা যায় এক অস্বাভাবিক লম্বা ব্যক্তিকে। অন্ধকার ভেদ করে ধীর পায়ে এগোচ্ছিল সে। এক সাহসী যুবক দূর থেকে মোবাইল ফোনে ব্যক্তিটির পেছনের ছবি তুলতে সক্ষম হন। সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় কৌতূহল আর আতঙ্ক। যদিও লম্বা ব্যাক্তির ছবির সত্যটা যাচাই করেনি এক্সটিভি বাংলা।স্থানীয়দের দাবি, আমরা হতবাক হয়ে পড়েছি। এত উঁচু মানুষ আগে কখনও দেখিনি।

রাতের আঁধারে হঠাৎ এমন কাউকে রাস্তায় দেখলে স্বাভাবিকভাবেই ভয় লাগার কথা। এলাকাজুড়ে এখন চলছে নানান জল্পনা। কেউ বলছেন অচেনা কোনও পথচারী, কেউ আবার একে রহস্যময় অলৌকিক আবির্ভাব বলে দাবি করছেন। অনেকেই আবার পুরনো লোককথার সঙ্গে মিল খুঁজে ভয় পাচ্ছেন। তবে পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি, স্থানীয়দের উদ্বেগ ক্রমশ বাড়ছে। রাত্রির অন্ধকারে দেখা সেই লম্বা মানুষ—তিনি আসলে কে? এখন উত্তর খুঁজছে গোটা নবাবগঞ্জ।