ভুটানের তন্ত্রবিদ্যায় ব্যবহৃত হয় হাড্ডি । সেই হাড্ডি পাচারের বাজারের সঙ্গে যুক্ত জয় কার বাসিন্দা রাকেশ প্রসাদ এবং হাসি মারার বাসিন্দা বিশাল কুমার শাহ কে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এমনটাই জানা গেছে আদালত সূত্রে শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ। গোপন খবরের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে জয়গা থানার পুলিশ।

উত্তরপ্রদেশের এক শ্মশান থেকে হাড্ডি কুড়িয়ে তা ভুটানে পাচারের ছক কষে ছিল অভিযুক্তরা। জয়গার ভানুভক্ত মোর এলাকায় নাকা চেকিং চলাকালীন গাড়িতে তল্লাশি চালিয়ে এক ব্যাগ ভর্তি হাড্ডি সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য ঘটনা উঠে আসে। এরপরই গ্রেপ্তার করা হয় তাদের। উল্লেখ্য ভুটানে ব্যাপক চাহিদা রয়েছে এই হাড্ডির। পুলিশ সূত্রে জানা গেছে এই হাড্ডি তন্ত্রবিদ্যায় ব্যবহৃত হয়।