আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজসহ এক অভিযুক্তকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম সৌভিক কুন্ডু ওরফে টিপু। সে শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠ পল্লী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সৌভিকের বিরুদ্ধে এর আগেও দাদাগিরি সহ একাধিক অভিযোগ রয়েছে। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।