পুজোর আগে একসাথে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তিনটি চা বাগান, সমস্যায় কয়েক হাজার শ্রমিক। বিনা নোটিশে বৃহস্পতিবার রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে গেল কর্তৃপক্ষ।ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত একই মালিকানাধীন রেডব্যাংক চা বাগান,সুরেন্দ্রনগর চা বাগান এবং চামুর্চি চা বাগান বন্ধ করে চলে গেছে মালিক কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকেই তিনটি বাগানের ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান চা শ্রমিকরা। জানা গিয়েছে, বাগান গুলোতে বেশ কয়েকটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে বোনাস দিতে হবে।যদিও গতকাল পর্যন্ত বাগানে কাজ চলছিল। এরপর রাতের অন্ধকারে কোনো নোটিশ না দিয়েই পালিয়ে গেছেন ম্যানেজাররা।

পুজোর মুখে কাজ হারিয়ে বিপাকে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীরা।চামুর্চিতে ভারত ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চামুর্চি চা বাগানের শ্রমিকদের। বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে রেড ব্যাংক চা বাগানে শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ির এসডিপিও গ্যালসন লেপচা, বানারহাট থানার আইসি বিরাজ মুখার্জী সহ বিরাট পুলিশ বাহিনী। পুলিশের তরফে তাদের আশ্বস্ত করার চেষ্টা করা হলেও তারা পথ অবরোধ তোলেনি। খবর লেখার সময় পর্যন্ত৷ চলছিল পথ অবরোধ।