টেনিস বলের ভিতর থেকে সোনা উদ্ধার করলো বিএসএফ-এর ১৩৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা। দিনহাটার জায়গীর বালাবারি সীমান্তে টেনিস বলের ভেতর থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করেছে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। উদ্ধারকৃত সোনার ওজন ৩৬৪.৮০৫ গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক ৪১ লক্ষ ১৪ হাজার টাকা। গত ১০ সেপ্টেম্বর এই সোনা উদ্ধার হয়। তবে বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটেলিয়ান শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আনে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা খুবই চতুরতার সঙ্গে টেনিস বলের ভেতর ফাঁপা জায়গায় সোনার বিস্কুটগুলি লুকিয়ে রাখে। কিন্তু বিএসএফ-এর জওয়ানদের সজাগ দৃষ্টি এড়াতে পারেনি তারা। সীমান্ত জুড়ে চোরাচালান রোধে কঠোর নজরদারি চালাচ্ছে বিএসএফ। এই ঘটনা সেই প্রচেষ্টারই সাফল্য বলে মনে করছে বিএসএফ।