ভাড়া বাড়ি থেকে কিশোরীর ঝু*লন্ত দে*হ উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ি শহরের ক্ষুদিরাম পল্লী এলাকার ভাড়া বাড়ি থেকে এক কি*শোরীর ঝু*লন্ত দে*হ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বাবার সাথে কিশোরী ওই বাড়িতে ভাড়া থাকতো। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে তার বাবার সাথে ঝগড়া হয়। তার বাবা বাড়ি থেকে কাজে বেরিয়ে গেলে কিশোরীর ঘরের দরজা আটকে দেয়। দীর্ঘক্ষণ দরজা না খোলায় ভাড়া বাড়ির লোকজন দরজা ধাক্কা দিলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটি আছে এবং তার আত্মীয়রা এসে তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃ*ত বলে ঘোষণা করে। মৃ*ত কিশোরীর নাম অর্পিতা মন্ডল(১৬)। এর আগেও ওই কিশোরী কীটনাশক পান করে আ*ত্মহ*ত্যার চেষ্টা করেছে।তার বাবার সাথে মাঝে মাঝে ঝগড়া হতো বলেই কিশোরী আ*ত্মঘাতী হয়েছে অভিযোগ আত্মীয়দের। খবর পেয়ে হাসপাতালে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃ*তদে*হ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।