নেপালে আটকে রয়েছেন কৃষি বিষয়ে পিএইচডি -রত ভারতের চার পড়ুয়া, তাদের মধ্যে বারবিশার একজন ছাত্রী। নেপালের নৈরাজ্য পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ভারতের চারজন শিক্ষার্থী। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে আটকে পড়ছেন তারা। তাদের মধ্যে একজন ছাত্রীর বাড়ি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বারবিশায়। ছাত্রীর নাম মণিহার তালুকদার।

ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে আটকে পড়া ছাত্রীকে ফিরিয়ে আনার তৎপরতা শুরু হয়েছে। মণিহার বাদেও কাটমান্ডুতে আয়োজিত সেমিনারর অংশগ্রহন করে আটকে পড়েছেন ভারতের আরোও তিন জন ছাত্র। তারা হলেন দিনহাটার সৌভিক চক্রবর্তি,ত্রিপুরা আগরতলার স্বপ্নজিৎ চৌধুরী এবং জলপাইগুড়ির মৌযুক ভট্টাচার্য।