সোনার বিস্কিট পাচারকে কেন্দ্র করে বাংলাদেশী পাচারকারীদের হাতে খু*ন ত্রিপুরার সোনামুড়ায় এক যুবক। মৃ*তের নাম সুলেমান হোসেন বয়স ২২ বছর। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে রুকসানা বেগম নামে এক মহিলাকে। যিনি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ। মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কিট পাচারকে কেন্দ্র করে যুবককে গোপন একটি জায়গায় নিয়ে বাংলাদেশী পাচারকারীরা হ*ত্যা করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে একটি গাড়ি করে বুধবার সকালে তার মৃ*তদে*হ সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। বুধবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই সোনামুড়া হাসপাতালে ব্যপক মানুষের ভিড় জমে যায়। ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। মৃ*ত যুবকের পরিজনদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্ত কাঁটাতার বেড়ার ওপর দিয়ে ঢিল ছুড়ে ভারতে স্বর্ণ পাচার করে বাংলাদেশী পাচারকারী চক্র। সোনামুড়া এন.সি. নগর গ্রামের রুকসানা বেগম নামের এক মহিলা এই স্বর্ণের বিস্কিট গুলির বহন করে নিয়ে যান।

গত ৩ দিন আগে এমনই প্রায় ১ কোটি ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের বিস্কিট ভারত-বাংলাদেশ সীমান্ত কাঁটাতার বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ থেকে ঢিল ছুড়ে ভারতে পাঠায় বাংলাদেশী পাচারকারী চক্র । তা সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান। কিন্তু সে ওই স্বর্ণের বিস্কিটগুলি পায়নি। তা নিয়েই মঙ্গলবার সন্ধ্যা রাতে বাংলাদেশী পাচার চক্রের ৪ থেকে ৫ জন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত প্রায় আড়াইটার দিকে সুলেমান হোসেন তার মাকে ফোন করে জানায় তাকে মারধর করা হচ্ছে। কিন্তু, বুধবার সকালে তার এই চরম পরিণতি লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারির পরেও কিভাবে বাংলাদেশী পাচারকারীরা ভারতে স্বর্ণের বিস্কিট পাচারকে কেন্দ্র করে ভারতে ঢুকে ওই যুবককে হ*ত্যা করেছে?