কেদারীপাড়া ক্যাম্পে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ছাত্র-ছাত্রীদের সেনাবাহিনীতে যোগদান সহায়তার হাত বারিয়ে দিলো বিএসএফ।মঙ্গলবার সীমান্তবর্তী এলাকার যুবক-যুবতীদের জন্য নতুন উদ্যোগ গ্রহন করল বিএসএফের ৮৮ ব্যাটেলিয়ান।সীমান্তবর্তী এলাকার যুবক যুবতী সেনাবাহিনীতে যাওয়ার জন্য কিভাবে যোগাযোগ করবেন এছাড়াও কি কি লাগবে ডকুমেন্ট সহ বিভিন্ন বিষয়ে যাতে সমস্যায় না পরে সেই দিকে নজর রেখে বিএসএফের উদ্যোগে বারকোড স্ক্যানাের উদ্বোধন করল বিএসএফের আধিকারিকেরা।এই বারকোড সীমান্তবর্তী এলাকার স্কুল থেকে শুরু করে বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় লাগানো হবে যাতে অনলাইনে দোকানে গিয়ে আর সমস্যা মুখে পড়তে হবে না সেনাবাহিনীর ফর্ম ফিলাপ সহ বিজ্ঞপ্তি জানার জন্য। এই বারকোডে মাধ্যমে সীমান্তবর্তী এলাকার ছাত্র-ছাত্রীদের সেনাবাহিনীতে ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নিবেনে কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে। সব বিষয় নিয়ে ৮৮ ব্যাটেলিয়ানের তরফ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি বারকোড স্ক্যানার লঞ্চ করা হয়।

এবিষয়ে – শ্রী নরেশ কুমার লহেরী জানান এই বারকোড মধ্যেমে সুবিধা হবে যখন কোন সেনাবাহিনীতে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি থাকবে সেই সব আর অনলাইনে খোঁজাখুঁজি করতে হবে না। এই বারকোড স্ক্যানার করলেই পেয়ে যাবে সেনাবাহিনীর যে কোন বিজ্ঞপ্তি এতে উপকৃত হবে সীমান্তবর্তী এলাকার যুবক যুবতীরা ।ছেলেদের হাইট, মেয়েদের হাইট, বয়স কতো থেকে কতো লাগবে সেই সব বিষয়ে এই বারকোডের মধ্যমে জানতে পারবে। এছাড়াও সিমান্ত এলাকায় কোন ঘটনা বা বাংলাদেশী সন্দেহ জনক ব্যাক্তি সহ চোরাচালানকারী দেখতে পেলে বিএসএফ অথবা থানায় জানানোর আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন -শ্রী মিত্র ভানু মহাপাত্র আইপিএস ডিআইজি হেডকোয়ার্টার মালদা, শ্রী নরেশ কুমার লহেরী,বৈদ্যপুর পঞ্চায়েত প্রধান ববিতা ভৌমিক,জেলা পরিষদ দিপালী বালা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য, বিএসএফ এর ৮৮ ব্যাটেলিয়ানের জওয়ানেরা সহ স্থানীয় বাসিন্দারা।