বেসরকারি স্কুলের শারদীয়া উৎসব সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে যেন মেলার আয়োজন, জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রাচীন জনপদ চাউলহাটিতে, সোমবারের সন্ধ্যায় জমকানো অনুষ্ঠানের আয়োজন স্কুলের ছাত্র-ছাত্রীদের l আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, সংগীতের মধ্য দিয়ে স্কুল ছুটির আহ্বান কচিকাঁচাদের l অপেক্ষার কয়েকটা সপ্তাহ শারদ উৎসবে বঙ্গবাসী , সোমবার বিদ্যালয়ের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়,

একে একে ছাত্র-ছাত্রীদের নাচ, গান ,আবৃত্তি ও বহিরাগত শিল্পীদের নিয়ে চলে অনুষ্ঠান l এদিন সীমান্তের ধারে বিদ্যালয়ের অনুষ্ঠানে উপলক্ষ করে বসে রকমারি দোকানপাট l মানুষের ভিড় ও হরেক রকম খাবারের স্টল, বলাই যায় পুজোর আগেই যেন এক প্রকার মেলা বসলো চাউলহাটিতে l