জলপাইগুড়ি শহরের দিনবাজারে প্রবেশের পথে ময়লা আবর্জন স্তুপ। দুর্গন্ধে টেকা দায়। বাজার করতে আসা মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা চরম সমস্যায়। বেগুনবাড়ি মোর হয়ে দিনবাজারে প্রবেশের পথে থার্মোকল এবং ময়লা আবর্জনা স্তূপ রাস্তার ধারেই। একদিকে যেমন নোংরা, কাদা জল পেরিয়ে বাজারে প্রবেশ করতে হচ্ছে অপরদিকে বেগুনবাড়ি মোড় থেকে দিনবাজারে ঢোকার মুখে দীর্ঘ রাস্তার বেহাল অবস্থার ছবি সোমবার সাতসকালে উঠে আসলো আমাদের ক্যামেরায়।

কাঠগোড়ায় জলপাইগুড়ি পৌরসভা। ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিকদের অভিযোগ পৌরসভার কোন হেলদোল নেই। ময়লা আবর্জনা পড়ে রয়েছে, দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বলে অভিযোগ। দুর্গন্ধ কে সাথে করেই দোকানে বসে চলছে খাওয়া -দাওয়া, কেনাকাটা। সকলেই চান দ্রুত সমস্যার সমাধান। পৌরসভা তরকে জানানো হয়েছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।