মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্যের শিক্ষা দপ্তরের অনুপ্রেরণায় ২০২৫- ২৬ বর্ষের মালদা জেলায় প্রথম মালদার খাসকোল বিদ্যালয়ে ১৫৭ জন ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীরা। প্রত্যন্ত গ্রামের দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে আসে তাদের সুবিধার্থে নবম শ্রেণীর ১৫৭ জন ছাত্রছাত্রীদের এই সবুজ সাথী সাইকেল তুলে দেওয়া হল।

এতে ছাত্রছাত্রীরা খুব খুশি তার পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিদ্যালয়ের এক ছাত্রী সায়ন্তিকা পান্ডে জানান আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে আমরা খুব খুশি আমরা এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি