ছোটো শিশুদের গরমে কষ্ট হচ্ছিল।মায়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন।গাড়িতে রোদে শিশুদের নিয়ে বসে থাকতে দেখে হুগলি জেলা শিক্ষা দপ্তরের আধিকারীকরা শিশুদের ডিআই অফিসে বসার ব্যবস্থা করেদেন। হুগলি ডিআই সত্যজিৎ মন্ডল তার এসি চেম্বারে শিশুদের থাকার ব্যবস্থা করেন। একটি শিশুর বয়স আড়াই আরেকটির সাড়ে চার মাস।তাদের এসিতে থাকার অসুবিধা হওয়ায় পাখার তলায় বসার ব্যবস্থা করা হয়।

ডিআই বলেন,শিশুদের মা পরীক্ষা দিচ্ছেন। তাদের বাইরে গরমে কষ্ট হচ্ছে দেখে তাদের অফিসে নিয়ে আসা হয়। এটা মানবিক উদ্যোগ। জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের এই ব্যবস্থাপনায় খুশি অভিভাবরা। তারা বলেন,বাইরে প্রচন্ড গরম গাড়িতে বসে থাকতে সমস্যা হচ্ছিল।প্রশাসন যে ব্যবস্থা করেছে খুবই ভালো। এর আগে অনেক চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু এরকম ব্যবস্থা পাননি।।