আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্র। একই দিনে বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় দুটি মন্দির সহ একটি বাড়িতে হানা দিলো চোরের দল। জাঙ্গালিয়া এলাকার দীর্ঘদিনের পুরোনো কালী মায়ের মন্দির, শনি মন্দির সহ এক অসহায় মহিলার বাড়িতে চোরের দল হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। নেশার টাকার যোগাড় করতে প্রতিনিয়ত মানুষের বাড়িঘর সহ দোকানপাট, মন্দির, মসজিদ, শিক্ষালয়ে হানা দিচ্ছে চোরের দল। চোরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে বিশালগড়বাসী। বিগত দিনে মানুষ নিশ্চিন্তায় নিজের বাড়িঘরে উঠোনে তাদের প্রয়োজনীয় সামগ্রী ফেলে রেখে ঘুমিয়ে পড়তেন।

কিন্তু, বর্তমানে তা কোনভাবেই সম্ভব নয়। চুরি করতে আসা চোরের দল তাদের নিজেদের সাথে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র নিয়ে এই সমস্ত চুরিকান্ডের ঘটনা সংঘটিত করছে। রাতের আঁধারে যখন চোরের দল চুরি করতে আসে, তখন মানুষজন কোনোরকম আওয়াজ করতে পারেন না, কেননা যেকোনো মুহূর্তে এই সমস্ত চোরের দল চুরি করতে এসে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এমনটাই আশঙ্কা মানুষজনের।