ভিন্ন প্রজাতির মাছ দেখতে উপচে পড়া ভিড় মধ্য শালবাড়িতে। জলপাইগুড়ি জেলার বানারহাটের মধ্য শালবাড়ি এলাকায় এক অজানা প্রজাতির মাছকে ঘিরে শনিবার সকাল থেকে উপচে পড়ছে কৌতূহলী মানুষের ভিড়। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে নোনাই নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন যুবকের জালে ধরা পড়ে ওই অদ্ভুত আকৃতির মাছটি। পরে মাছটিকে বাড়িতে এনে জলে ভরা একটি গামলায় রাখা হলে খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে।

স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন আগে এমন মাছ কখনও দেখেননি। কেউ ইউটিউবে সার্চ করে এটিকে হেলিকপ্টার ফিস বলে দাবি করছেন আবার অনেকে বলছেন এই মাছের নাম কোকোডাইল ফিস। ভিন্ন প্রজাতির এই মাছকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ছড়িয়েছে।