কোহিনুর চা বাগানে ২৪ নম্বর সেকশনে লেপার্ডকে ধরতে খাঁচা বসালো বনকর্মীরা। রবিবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ দাসের গরুকে থাবা দেয় লেপার্ড। এর আগেও তাদের দুটি গরুকে লেপার্ড থাবা বসিয়েছিল। এরমধ্যে একটি গরু মারা গেছে। সোমবার বনদপ্তরের কর্মকর্তারা চা বাগানে খাঁচা বসিয়ে ছাগলের টোপ দেওয়া হয়েছে। গত একমাস ধরে কোহিনুর চা বাগানে লেপার্ড নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।

বনদপ্তরের কর্মীরা তেমন ভাবে লেপার্ডকে ধরার জন্য তৎপর হয়নি। অবশেষে একটি খাঁচা বসানো হল। তবে এলাকার বাসিন্দারা বলছেন লেপার্ডকে খাঁচা বন্দি করতে একাধিক খাঁচা বসানো দরকার।