বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

বেহাল রাস্তা বাড়িতে ঢুকলো না অ্যাম্বুলেন্স,অন্যের কাঁধে ভর করে বাড়ি ফিরল রোগী

বেহাল রাস্তা বাড়িতে ঢুকলো না অ্যাম্বুলেন্স, প্রায় আধ কিলোমিটার জল কাঁদা ভরা রাস্তা দিয়ে অন্যের কাঁধে ভর করে বাড়ি ফিরল রোগী। ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাঠুলিয়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, এই এলাকার বাসিন্দা বিষ্ণু রায়ের পেটে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর অ্যাম্বুলেন্সে গ্রামে ফেরে। তবে বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটারেরেও বেশি দূরে তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয়। কারণ তার বাড়ি যাওয়ার রাস্তা অত্যন্ত বেহাল। বৃষ্টিতে জল কাদায় রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে। অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স তার বাড়ি পৌঁছাতে পারেনি। তাই বাধ্য হয়ে রাতের অন্ধকারে জল কাদা ভরা বেহাল রাস্তায় পরিবারের সদস্যদের কাঁধে ভর করে হেঁটে অতি কষ্টে বাড়ি ফেরে রোগী। আর এই ঘটনার পর ক্ষোভ উপড়ে দেয় রোগীর পরিবারের সদস্যরা। গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েতের ১৫/ ১০৪ বুথের এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল।

বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। তাদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসনকে জানানো সত্বেও এই রাস্তা তৈরীর জন্য কোন উদ্যোগ নেয়নি কেউ। আর এই বেহাল রাস্তার জন্যই অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি গ্রামে। অতি দ্রুত রাস্তা তৈরির দাবী জানিয়েছেন গ্রামবাসীরা। আর এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা ধর্ম নারায়ণ রায় বলেন, গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির প্রধান পঞ্চায়েত ,সাংসদ থাকা সত্ত্বেও যদি রাস্তা করতে না পারে তাহলে তারা কি করছেন। রাজ্য সরকারের কাছে আমাদের তরফে অ্যাকশন প্ল্যান দেওয়া আছে কাজ হয়ে যাবে।এবিষয়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা রায় বলেন, ব্লক প্রশাসন জেলা প্রশাসনকে জানানো হয়েছে এটা গ্রাম পঞ্চায়েত থেকে করা সম্ভব না। ব্লক প্রশাসনকে আবার জানানো হবে। তবে কবে হবে এই বেহাল রাস্তা সংস্কার, সাধারণ মানুষ এবং রোগীদের আর কত হয়রানি শিকার হতে হবে সেটাই এখন বড় প্রশ্ন।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top