এবারে ভিন রাজ্য উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত হলেন এক আদিবাসী যুবক। আক্রান্তের নাম বিনয় বেসরা। বাড়ি মালদার গাজোল থানার চিলিমপুর এলাকায়। সে গত পনেরো দিন আগে ভিন রাজ্য উড়িষ্যার বালিশ চন্দ্রপুরে কাজে যায়। অভিযোগ সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাকে ধরে প্রথমে গ্রামবাসীরা মারধর করে পরে সেখানকার পুলিশ থানায় নিয়ে গেলে সেখানে পুলিশের বিরুদ্ধে মারধর করে বলে অভিযোগ।

কোনো রকমে বাড়িতে ফিরে আতঙ্কে রয়েছে। এদিন সন্ধ্যা নাগাদ আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজোল পঞ্চায়েত সমিতিতে সাংবাদিক বৈঠক করে ভিন রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুডু।