রবিবার ৩১ শে আগস্ট কোচবিহার তুফানগঞ্জ থেকে অধিকার যাত্রার সূচনা করলো রেভোলুশনারি সোসালিস্ট ফ্রন্ট। এদিন এই যাত্রা কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু হয়ে রাজ্যের 16 টি জেলার প্রায় ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতার কলেজ স্কয়ারে অধিকার বুঝে নেওয়ার সমাবেশের মধ্য দিয়ে যাত্রা টির সমাপ্তি হবে। এদিন এই যাত্রার উদ্বোধন করেন আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য ও রাজ্য সম্পাদক তপন হোর।

যুবক যুবতীদের মাসিক ৩০ হাজার টাকার রোজগারের গ্যারান্টি চাই, কৃষিভিত্তিক ও কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পায়ন চাই, ধুবলি থেকে তুফানগঞ্জ হয়ে কলকাতা গামী এক্সপ্রেস ট্রেন চালু করতে হবে, অবিলম্বে কোচবিহারে বিমান পরিষেবা চালু করতে হবে, সব ফষল কেনার যথাযথ সরকারি ব্যবস্থা নিতে হবে, স্বচ্ছতার সাথে সকল শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে এই সকল দাবি সহ আরো একাধিক দাবিতেই এদিনের এই অধিকার যাত্রা সূচনা বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক আদিত্য জোতদার।