রাতের অন্ধকারে স্কুলের ৪৭ টি সেগুন গাছ কেটে ফেলল দুষ্কৃতীরা। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুলে রাতারাতি কেটে ফেলা হলো একের পর এক সেগুন গাছ। স্কুল প্রাঙ্গণে থাকা প্রায় ৪৭টি মূল্যবান সেগুন গাছ রাতের অন্ধকারে নষ্ট করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সাত সকালে বাসিন্দারা লক্ষ্য করেন স্কুলের পিছনের সেগুন বাগান এই চিত্র।

মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয়দের অভিযোগ, সরকারি জমির এই গাছগুলি কেটে নেওয়ার পিছনে সক্রিয় রয়েছে জমি মাফিয়াদের চক্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে কারা এই কাণ্ড ঘটাল, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।