যৌতুকের দাবীতে নিয়মিত অত্যাচার এবং শেষে কেরোসিন তেল ঢেলে ২২ বছরের স্ত্রীকে পু*ড়িয়ে মা*রার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং শ্বশুর-শাশুড়ীকে ৭ বছরের কারাবাসের আদেশ শোনালো রানাঘাট এডিজে আদালত। ঘটনা হাঁসখালি থানার ২০১৭ সালের ২২ আগস্টে। ঐ দিন ভোরে হাঁসখালি থানার ডাহারবুঁইচ্যা গ্রামের বাসিন্দা অভিযুক্ত স্বামী রঞ্জিত রায় এবং তারা বাবা-মা মিলে স্ত্রী পূজার শরীরে কেরোসিন তেল ঢেলে আ*গুন ধরিয়ে হ*ত্যার চেষ্টা করে। মহিলাকে তাৎক্ষণিকভাবে শক্তিনগরের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি মা*রা যান। পূজার পিতা-মাতার লিখিত অভিযোগের ভিত্তিতে হাঁসখালি থানায় উপরোক্ত উল্লেখিত মামলা দায়ের করা হয়।

তদন্তের পর তদন্তকারী অফিসার যথা সময়ে উচ্চ আদালতে চার্জশিট দাখিল করেন। শুক্রবার রানাঘাটের লেফটেন্যান্ট এডিজে আদালত নিম্ন লিখিত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে স্বামী রঞ্জিত রায়কে ৪৯৮এ/৩২৬/৩০৭/১২০বি আইপিসি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও সাথে আর্থিক জরিমানা,পিতা কাঙ্গালি রায় (৬২), পুত্র: রাজেন্দ্র রায় ও মাতা পলি ওরফে ফলি রায়কে ৭ বছর কারাবাস ও সাথে আর্থিক জরিমানা করে আদালত। মামলাটি তদন্ত করেছেন এস.আই. শিবশঙ্কর বোস এবং সরকারি আইনজীবী ছিলেন নবেন্দু বিশ্বাস।