পাটনায় প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেন রাহুল গান্ধী। এরপর পাটনার জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কার্যালয় অফিসে ভাঙচুর করে বিজেপি। এমনকি পাথর বৃষ্টি থেকে শুরু করে লাঠি নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এর প্রতিবাদে আলিপুরদুয়ারের জেলা কংগ্রেস এবং যুব কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে।শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে জেলা সভাপতি মৃন্ময় সরকারের নেতৃত্বে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করার পর শনিবার দুপুর দুটো নাগাদ আলিপুরদুয়ার কলেজ হল্টে বিক্ষোভ প্রদর্শন করলেন জেলা যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।

প্রায় কুড়ি মিনিট ধরে বিক্ষোভ প্রদর্শন করে। রীতিমতো কলেজ হল্ট চৌপথিতে টায়ার জ্বালিয়ে এবং প্রধানমন্ত্রীর ছবিতে পোড়া মোবিল দিয়ে জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মীরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর কংগ্রেস এবং বিজেপির মধ্যে যথেষ্টই সরগরম গোটা দেশ জুড়ে।