চুরির ঘটনায় কিনারা মাত্র ২৪ ঘন্টায়।গ্রেফতার দুই।ধূপগুড়ি ব্লকের মাগুরমারী গ্রাম পঞ্চায়েতের জুম্মার পাড় এলাকায় সোমবার রাতে চুরির ঘটনা ঘটে এক সোনার দোকানে।ঘটনার অভিযোগ আসতেই ধূপগুড়ি থানার পুলিশের প্লেইন ক্লথ বাহিনী অভিযানে নামে।বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

ধৃতদের গ্রেফতারের পর তাদের জিঞ্জাসাবাদে অভিযোগ স্বীকার করে বলে পুলিশের দাবি।ধৃতদের নাম রমজান আলি(১৯) এবং হৃদয় রায়।পুলিশ সুত্রে জানা যায় ঐ রাতে ঐ সোনার দোকান থেকে প্রায় ২ গ্রাম সোনার অলংকার এবং প্রায় ৫০০ গ্রাম রুপো খোয়া যায়।বুধবার সকাল থেকে পুলিশ তল্লাশি চালিয়ে জুম্মার পাড় এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা জুম্মার পাড় এলাকারই বাসিন্দা বলে জানা যায়।