শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের পাইপ লাইন এলাকায় ডেঙ্গু সার্ভে করতে গিয়ে বিপাকে পড়লেন পুরকর্মীরা। জানা গিয়েছে, বুধবার একটি বাড়িতে সার্ভে করতে গিয়ে ডেঙ্গুর লার্ভা চোখে পড়ে কর্মীদের। এরপর বৃহস্পতিবার ফের ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা সার্ভে করতে যাওয়া মহিলা কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ ওঠে। কর্মীদের অভিযোগ—বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয়। সার্ভে কর্মীরা জানান, প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হন।

তবে এবারের ঘটনা সীমা ছাড়িয়ে গেছে। তারা ইতিমধ্যেই জানিয়েছেন, বিষয়টি ৪ নম্বর বোরো অফিসে রিপোর্ট করা হবে এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে অভিযুক্ত বাড়ির মালিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।