আলিপুরদুয়ার পুরসভার অস্থায়ী কর্মীরা দুমাস ধরে বেতন পাচ্ছেনা।পুজোর মুখে বেতন না পেয়ে সংকটে কর্মীরা।আলিপুরদুয়ার পুরসভায় ২০০ জন অস্থায়ী কর্মী রয়েছেন।দীর্ঘদিন ধরে তাদের বেতন না দেওয়ায় ক্ষুদ্ধ পুরসভার বিরোধী দলনেত শান্তনু দেবনাথ।এদিন ২০ নম্বর ওয়ার্ডে কোদাল হাতে ড্রেন পরিস্কার করতে নামলেন স্বয়ং বিরোধী কাউন্সিলর।অস্থায়ী কর্মীদের সঙ্গে তিনি ড্রেনে নেমে সমানতালে কাজ করলেন।আলিপুরদুয়ার পুরসভার বিরোধী কাউন্সিলর শান্তনু দেবনাথ বলেন,অস্থায়ী কর্মীদের মানবিক সাপোর্ট দিতেই আমি এসেছি।ওরা দুমাস ধরে বেতন পাচ্ছেন না।

অনেকেই আমাকে অভিযোগ করেছেন।যাদের জন্য রাস্তা ড্রেন শহর পরিস্কার থাকে তারাই বেতন পাচ্ছেন না।আমি উনাদের পাশে আছি। সরকার পুরসভাকে এদের প্রতি মানবিক হওয়া দরকার। এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন,দুমাস নয়।কয়েকদিন দেরি হয়েছে।সব পাঠানো হয়েছে।তিনি বলেন শান্তনুবাবু জেলা সভাপতি র পদ হারিয়েছেন।তাই অস্থায়ী কর্মীদের সঙ্গে কাজে নেমে নাটক করছেন।তিনি বলেন কোন কর্মী সমস্যায় পড়েননি।কোন কর্মীর বেতন আটকে থাকবে এটা আমি চাইনা।ওদের বেতন না এলে পুরসভার নিজস্ব ফান্ড থেকে দেওয়া হবে।