বক্সার প্রত্যন্ত গ্রামে নিজেই প্লাস্টিক কুড়োলেন মন্ত্রী,শুনলেন গ্রামবাসীর কথা। || ফের লোকালয় থেকে উদ্ধার হল বিশাল আকারের কিং কোবরা || পৌরকর্মীর অস্বাভাবিক মৃ*ত্যু, বাড়ির কুয়ো থেকে উদ্ধার দে*হ। || দুর্গা পুজার মন্ডপ তৈরির বায়না নিয়ে চম্পট দিল মন্ডপশিল্পী। || মধ্যরাতে লম্বা মানুষের দেখা কৌতূহল নবাবগঞ্জে। || হাড় পাচারের অভিযোগে গ্রেফতার দুই || সেপটিক ট্যাংকের গর্তের জলে ডুবে মৃ*ত্যু চার বছরের এক শিশুর। || অধ্যাপক অপহরণ কান্ডে গ্রেপ্তার ৬, উদ্ধার অধ্যাপক। || ছেলেকে খু*নের অভিযোগে গ্রেপ্তার বাবা। || শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ||

বিধান সভা নির্বাচনের আগে সক্রিয় হচ্ছে বামপন্থীরা।

একদিকে অধিকার যাত্রার প্রস্তুতি অন্য দিকে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশান । ২০২৬ শে বিধানসভা নির্বাচনের আগে সক্রিয় হচ্ছে বামপন্থী সংগঠন গুলি। কুমারগ্রাম ব্লকে হারানো জমি ফিরে পেতে সংগঠনকে চাঙ্গা করতে বামপন্থী সংগঠন গুলি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। বুধবার আর এস পি দলের যুব সংগঠনের তরফে কুমারগ্রামে পথসভা করা হয় অধিকার যাত্রানিয়ে। উলেখ্য আগামী ৩১শে আগষ্ট কোচবিহার থেকে অধিকার যাত্রা শুরু হবে ১৫ ই সেপ্টেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে এই যাত্রা। মূলত অধিকার যাত্রাকে সফল করতেই এই দিনের পথ সভা বলে জানাগিয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট ব্লকের সিপিআই এম ভল্কা বারবিশা এরিয়া কমিটির পক্ষ থেকে ডেপুটেশান দেওয়া হয় ভল্কা বারবিশা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে।

একশ দিনের কাজ দ্রুত চালু করা, গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বত্র বিশুদ্ধ পাণীয় জল সরবরাহ, বেহাল রাস্তাঘাট সংস্কার, আবাস যোযনায় প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত না করা সহ বিভিন্ন দাবিতে এদিন গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি জমাদেন সিপি আই এম নেতারা। একদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেমন সরব হয়েছে বামপন্থীরা, অপর দিকে শ্রমজীবী মানুষ, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের স্বার্থে আন্দোলন চালাচ্ছে বামপন্থী সংগঠনগুলি।

শেয়ার করুন -

Facebook
WhatsApp
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার এলাকার খবর -

Scroll to Top