এক ফোনেই গায়েব সাত লক্ষ ঊনসত্তর হাজার সাতশো টাকা, প্রতারক চক্রের পান্ডাকে গ্রেফতার করে খোয়া যাওয়া টাকা উপভোক্তার হাতে ফেরত দিল দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করেন মহাকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক। ঘটনার বিবরণে জানা গিয়েছে,হঠাৎ ফোন,আর ফোন বাজতেই ফোনের ওপার থেকে পরিচয় আসে আমি ব্যাংকের স্টাফ বলছি।আপনার অ্যাকাউন্ট ডিটেইলস প্রয়োজন। ডিটেইলস না পেলে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। আর ব্যাস এরপরেই সেই গ্রাহক কিছু না বুঝেই ব্যাংক ডিটেইলস দিতেই চোখের নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৭ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা।

এ ঘটনা কোনো সিনেমার গল্প নয়, দিনহাটা পুরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা দীপালি শেঠ এর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। গত ১লা মার্চ দীপালির কাছে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির ফোন আসে, এরপর সে নানা কারণ দেখিয়ে ব্যাংক ডিটেইলস হাতিয়ে নেয়। তারপরেই একাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। সঙ্গে সঙ্গে দীপালি কোচবিহার সাইবার ক্রাইম ও দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার বেশ কয়েকমাস পর তদন্তে উঠে আসে ঝাড়খন্ড রাজ্যের যোগ। প্রতারনার শিকার মহিলা ও তার স্বামী এই ঘটনায় টাকা উদ্ধারের পর পুলিশের ভূমিকায় প্রশংসা জানিয়েছেন।