আচমকা আগরতলা সহ ত্রিপুরার বেশ কিছু স্থানে ইডি আধিকারিকদের অভিযান। মঙ্গলবার ইডি আধিকারিকদের ই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ত্রিপুরা রাজ্যে। সূত্রের খবর খয়েরপুরের সিপিআইএম নেতা পবিত্র কর, কাঞ্চনপল্লীর পরিতোষ ভৌমিক, আগরতলা ক্যাম্পেরবাজার এলাকার স্বরূপ বণিক, এবং সিপাহীজলা জেলা নলছড়ের হারাধন বৈদ্যর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা।

চলছে তল্লাশি অভিযান,জিজ্ঞাসাবাদ।তবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি ইডি আধিকারিকরা। আচমকা আগরতলা সহ ত্রিপুরার কিছু জায়গায় ইডি আধিকারিকদের অভিযানকে কেন্দ্র করে এলাকায় মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।