গভীর রাতে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ বাজারে সরকারি ন্যায্য মূল্যের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে গেল সম্পূর্ণ দোকান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থেকে অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন আসলে দোকানে যাওয়ার রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।

এদিকে, আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পুরো দোকানকে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে জড়ো হয়। এই ভয়াবহ আগুনের সূত্রপাতের বিষয় এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্ত সরকারি ন্যায্য মূল্য দোকানটির নাম আমতলী রেশন দোকান নাম্বার ১। রেশন ডিলারের নাম বিপ্লব দত্ত। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সকল গ্রামবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।